October 4, 2024, 5:44 am

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের অপমৃত্যু 

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরা এক নারী শিশুকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী শিশুকে নিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ওই নারী ও শিশুর মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন কলেজ রোড রেলক্রসিং এলাকায় এলে এক নারী ও দুই বছর বয়সী ছেলে শিশু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সেখানে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে নিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD