October 16, 2024, 8:20 am

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনের ভোট কাল

ষ্টাফ রিপোর্টার: বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন কাল শনিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৭ টি পদের মধ্যে বড় ৪ টি পদে ভোট গ্রহন করা হবে। বাকী ৩টি পদে একক প্রার্থী হওয়ায় ভোটের প্রযোজন হচ্ছে না। এ নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্যে আলোচনা সমালোচনা ও ব্যাপক উৎসাহ উদ্বেপনা দেখা দিয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে টানা ২ টা পর্যন্ত ভোট গ্রহন নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ২৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে পরিচালনা কমিটি।

এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন সভাপতি পদে  মোঃ মমিনুর রশিদ সাইন (দৈনিক বগুড়া) , মোঃ  আব্দুর রহিম (দৈনিক মুক্ত সকাল)। সহ সভাপতি পদে ফিরোজ পশারী রানা(উত্তরবঙ্গ নিউজ), লতিফুল আব্দুল লতিফ (কালের খবর) । সাধারণ সম্পাদক পদে কাওছার উল্লাহ আরিফ (বাংলা নিউজ২৪), সাইফুল ইসলাম(দৈনিক উত্তরকোন)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান কমল (আমার সুন্দর দেশ), আল মুমিন (দৈনিক মহাস্থান)।

বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হলেন, কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ মামুন(দৈনিক জয় যুগান্তর), প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন( বগুড়া সংবাদ)  এবং কার্য নির্বাহী সদস্য মোঃ সাবু ইসলাম(দৈনিক চাঁদনী বাজার)।

নির্বাচন পরিচালনা কমিটি ২০২৪ এর চেয়ারম্যান আসাফ উদ দৌলা ডিউক জানান, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচনের ভোট শনিবার সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত। এ নির্বাচনের ভোট গ্রহন অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সকলের সহযোগিতায় কাল শনিবার সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পুর্ন হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD