October 11, 2024, 10:00 am
স্টাফ রিপোর্টার : র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার সুজাবাদের তামিম এগ্রো কেয়ার ফিড এর সামনে জনসাধারণকে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন যানবাহন হতে চাঁদা উত্তোলন করার সময় ৩জনকে আটক করেছে।
আটককৃতরা হলো বগুড়া শহরের লতিফপুর (দক্ষিণপাড়া)র, মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ হযরত আলী (৪৪), শাজাহানপুরের বেতগাড়ী দক্ষিণপাড়ার মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩০), এবং বেতগাড়ী (বটতলা), এলাকার আব্দুর রশিদের ছেলে মোঃ শাজাহান আলী (৫২)।
আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের ২টি রশিদ বই, ৬টি রশিদ জব্দ করা হয়। তারা যানবাহন আটকে যানবাহন প্রতি ৩০০ টাকা করে উত্তোলন করছিলো।