October 14, 2024, 4:21 am
যমুনা নিউজ বিডি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের যৌথ উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
রোববার বিকেল ৪টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার এলাকায় বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন ও আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপি নেতা সাজেদুর রহমান এঞ্জেল, সুলতান মাহমুদ চঞ্চল, মোস্তাক আহমেদ, আপেল মাহমুদ যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, যুবদল নেতা তামিম হোসেন, তৌহিদ হোসেন, জুয়েল রানা, আলম হোসেন, সাদ্দাম হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক, রুহুল আমিন, সদস্য সচিব, আব্দুল রাজ্জাক, ছাত্রদলের সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান, তোহা আরাফাত, কৃষক দলের সদস্য সচিব রায়হান আলী, কৃষক দল নেতা কুদ্দুস হোসেন, রুবেল হোসেন, মহিলা দলের সভাপতি রিনা খাতুনসহ দলীয় নেতা-কর্মীরা।