October 13, 2024, 1:07 pm
যমুনা নিউজ বিডি: আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখে তিন দিনের সরকারি সফর শেষে গতকাল রাতে দেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সরকারি সফর।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখ পৌঁছেন তিনি। সেখানে অবস্থানকালে শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেন।