October 13, 2024, 2:36 pm
ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বগুড়া শহর বিএনপি । দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও ডামি নির্বাচন বাতিলের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন শহর জেলা বিএনপি।
গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মোরশেদ মিটনসহ শহর বিএনপির বিভিন্নি ওয়াডের নেতাকর্মীরা।