October 16, 2024, 7:14 am
ষ্টাফ রিপোর্টার: প্রতিটি মাতা পিতার সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভাল চাকুরি করবে। চাকুরি করে শুধু বাবা মায়ের মুখে হাসি ফুটাবে না, হাসি ফুটাবে দেশ ও জাতীর। দেশ জাতীর কল্যাণে নিজেকে কাজে লাগাবে এমন স্বপ্ন বাস্তবায়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর ২০১২ ব্যাচের সিনিয়র অফিসার হিসেবে চাকুরিতে যোগদান করেন। শুক্রবার এক যুগ পূর্তি অনুষ্ঠান বগুড়ার ক্যাসেল সোয়াদ হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ১২ ব্যাচের সকল কর্মকর্তা এবং তাদের পরিবারবর্গ উপস্থিত হয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বগুড়া দক্ষিণ জোনের জোনাল ব্যবস্থাপক শাহিনুর ইসলাম (ডিজিএম), কুড়িগ্রাম জোনে জোনাল ব্যবস্থাপক রুহুল আমিন (ডিজিএম)। উক্ত অনুষ্ঠানে ২০১২ ব্যাচের সিনিয়র অফিসার বর্তমানে ব্যাংকটির বিভিন্ন শাখার ব্যবস্থাপক পদে অধিষ্ঠিত আছেন। তারা পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংকের সমৃদ্ধির জন্য ব্যাংকের গ্রাহক সেবা মানোন্নয়ন, আধুনিক ব্যাংকিং এর বিভিন্ন ধরনের সেবা গ্রাহকদের মাঝে ছড়িয়ে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অতিথিরা তাঁদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, কর্মরত থাকাবস্থায় ভাল আচরণ ও সহযোগিতা দ্বারা মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নেয়া সম্ভব। হয়রানি ব্যতিত মানুষের সেবা দেয়া ইবাদতের সামিল। রাকাব কর্মকর্তাদের প্রতি আহবান থাকবে গ্রাহকদের সেবা নিশ্চিত করণে ব্যাংক প্রতিষ্ঠানের ধারাবাহিক সুনাম অখুন্ন রাখতে হলে সেবার বিকল্প নেই। দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিটি পরিবারের প্রাণের মেলবন্ধন তৈরি হয় এবং আনন্দে মেতে ওঠে সবায়। পারিবারিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত মহৎ।