April 28, 2024, 9:54 pm

কয়লা দিয়ে ছবি আঁকাই চাঁনু পাগলার নেশা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক চাঁনু মিয়া (চাঁনু পাগলা)। মানসিক ভারসাম্যহীন রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন দেয়ালে দেয়ালে কয়লা দিয়ে ছবি আঁকা তার নেশা। ভোর হলে তাকে আর বাড়িতে পাওয়া যায় না। নিজের ঘর তালা দিয়ে কিছু কয়লা ও কচুরিপানা আর কিছু কাগজের টুকরা নিয়ে বের হনে যান টাঙ্গাইল পৌর এলাকায়। রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন দেয়ালে কয়লা দিয়ে আঁকাতে থাকেন নানা ধরনের ছবি। সন্ধ্যা হলে চলে যান তার নিজ বাড়িতে। এভাবেই কেটে যাচ্ছে তার দিন-রাত। চাঁনু মিয়া পেশায় চিত্রশিল্পী না হলেও, একজন পেশাদার চিত্রশিল্পীকেও হার মানাবেন তিনি। মাত্র ১০-১৫ মিনিট সময়ের মধ্যে নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলেন নানা ধরনের চিত্রকর্ম। জানা যায়, টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক চাঁনু মিয়া। চাঁনু মিয়া ভালো করে কথা বলতে পারেন না। আবার যাও কথা বলেন তেমন বোঝা যায় না। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে চাঁনু মিয়া সবার ছোট। পড়াশোনা করেছেন দশম শ্রেণি
পর্যন্ত। ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে মাঠে-ঘাটে কাজ করতেন। আর কাজের ফাঁকে সময় পেলে কচুরিপানা, মাটির টুকরা ও কয়লা দিয়ে আঁকতেন ছবি। সেখান থেকে শুরু হয় তার ছবি আঁকার যাত্রা। বাবা-মা মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পরেন তিনি। একটা সময় হয়ে পড়েন মানসিক ভারসাম্যহীন। এরপর ঘুরে ঘুরে শহরের বিভিন্ন দেয়ালে ছবি আঁকতে থাকেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, চাঁনু মিয়ার সঙ্গে একটি বস্তা। বস্তার ভেতর কয়লা ও কচুরিপানা আর কিছু কাগজের টুকরা। টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতি’র সামনে মৎস্য সমিতির পশ্চিম পাশে টাঙ্গাইল কিচেনের দেয়ালে চাঁনু মিয়া ছবি আঁকছেন। তার এ চিত্রকর্ম আঁকা দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষজন। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকে চাঁনু মিয়া কচুরিপানা ও কয়লা দিয়ে শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে ছবি একে রাখতেন। তার চিত্রকর্মগুলি অসম্ভব সুন্দর এবং বাস্তবধর্মী। তার এ চিত্রকর্মগুলি দেখে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা উৎসাহিত হবেন। সাব্বির নামে পথচারী এক ব্যক্তি জানান, “বিভিন্ন দেয়ালে দেখা মিলে একটি ছেলে ও একটি মেয়ের ছবি। সবাই ধারণা করছে মেয়েটি তার প্রেমিকা ছেলেটি তিনি নিজে। তার এ ছবি আঁকা দেখে অনেক ভালো লাগে। তিনি স্বাধীনতার ছবি ও বঙ্গবন্ধুর ছবি একেছেন নিখুঁতভাবে

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD