October 16, 2024, 8:35 am

তালিমুল কোরআন সিরাজ উদ্দিন হাফেজিয়া মাদ্রাসায় পাগড়ী প্রদান ও দোয়া অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: বগুড়া শহরের পূর্ব পালশা তালিমুল কোরআন সিরাজ উদ্দিন হায়েজিয়া মাদ্রাসা ও এতিম খানায় বুধবার দুপুরে ৪ জন কোরআনের হাফেজ কে পাগড়ী ও ক্রেষ্ট প্রদান করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মশিউর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রান পরিচালনা কমিটির সভাপতি ডা: আব্দুর রাজ্জাক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠনে দেশ ও জাতীয় মঙ্গল কামনা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা ও দির্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি আতাউল্লাহ নিজামী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD