October 6, 2024, 2:05 am
ষ্টাফ রিপোর্টারঃ সোমবার বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃুতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান স্কুল ক্যাম্পাসে প্রধান শিক্ষক মোহাঃ মামুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুজকাওয়াজ ও মার্চপাষ্ট পরিদর্শন করেন ও পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাঃ শফিউল আজম. অতিরিক্তি জেলা প্রশাসক আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরাফত ইসলাম, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মোঃ আরিফুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী, বগুড়া জিলা স্কুলের প্রধান শ্যামপদ মুস্তফী, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন ও শেখ সাইদুর রহমান।