October 6, 2024, 12:10 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

নওগাঁ-২: কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম, রাত পোহালেই ভোট

নওগাঁ প্রতিনিধি:  আর মাত্র কয়েক ঘণ্টা পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে (পত্নীতলা-ধামইরহাট) ভোটগ্রহণ শুরু হবে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটযুদ্ধ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর এই ভোটগ্রহণ উপলক্ষে রবিবার সকাল থেকেই উপজেলার পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।

সকাল থেকেই সরঞ্জাম বিতরণকেন্দ্রে উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একে একে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয় ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্পসহ বাকি সরঞ্জাম।

পত্নীতলা উপজেলা চত্বরের তিনটি বুথ থেকে বিতরণ করা হচ্ছে নওগাঁ-২ আসনের ভোটের সরঞ্জাম। ব্যালট পেপার বাদে বাকি সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।

এবার নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ভোটযুদ্ধে লড়বেন চারজন প্রার্থী। পত্নীতলার ৭১টি ভোট কেন্দ্রে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার থাকবে ৪৭৩ জন। পত্নীতলার ৭১টি ভোট কেন্দ্রের ব্যালট পেপার পৌঁছে যাবে ভোটের দিন ভোরে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD