October 4, 2024, 4:29 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২২ (বাইশ) পিস ইয়াবা ও ১০ (দশ) গ্রাম হেরোইনসহ মোছাঃ বেলী (৫২) নামের এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বেলী বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার মৃত. লিটনের স্ত্রী।
এসকল তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ ফেব্রæয়ারি) বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ২২ (বাইশ) পিস ইয়াবা ও ১০ (দশ) গ্রাম হেরোইনসহ মোছাঃ বেলীকে গ্রেফতার করা হয়। এছাড়াও নগদ এক হাজার এক’শ বিশ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।