October 11, 2024, 4:53 am
যমুনা নিউজ বিডি: ‘অটো চালিয়ে নাতির দুধ কেনার টাকা জোগাড় করেন টুলি বেগম’ এমন শিরোনামে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভিতে সংবাদ প্রকাশের পর ভাগ্যের চাকা ঘুরেছে জীবনযুদ্ধে হার না মানা সংগ্রামী নারী রাজশাহীর টুলি বেগমের।
গত ২ ফেব্রুয়ারি সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে টুলি বেগমকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন সামর্থ্যবানরা।
রোববার ১১ (ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন ও বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার পক্ষে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের প্রতিনিধি দল টুলি বেগমের হাতে একটি উপহারের রিকশা তুলে দেন। এ সময় তারা টুলি বেগমের অসুস্থ মেয়ের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।
এ ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আয়েশা আখতার জাহান ডালিয়াও নিজে উপস্থিত হয়ে আরও একটি রিকশা তুলে দেন টুলি বেগমের হাতে।
এ দিকে আজ সকালে টুলি বেগমকে ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।
দ্রুততম সময়ের মধ্যে টুলি বেগমকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।