October 11, 2024, 11:19 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় মেসিলি এ্যান্ড জি-সোয়ান পাম্প মার্কেটিংয়ের বার্ষিক “ডিলার মিট” অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার টিএমএসএস বিনোদন পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. সেলিম মোল্লা।
বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্সের তনু ইলেকট্রনিক এ্যান্ড মোটরস্ এর সত্ত্বাধিকারী মো. তৌহিদুর রহমান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমান, প্রতিষ্ঠানের হেড ইঞ্জিনিয়ার মনির হোসেন, আব্দুস সোবহান, মনোয়ার হোসেন, আব্দুল মালেক, আব্দুল বাসেদ আকন্দসহ বগুড়া জেলা ও উওরবঙ্গের সকল ডিলারবৃন্দ। শেষে পূর্ববর্তী বছরে ডিলারদের সেরা পারফর্মেন্সের পুরস্কার প্রদান, বছর পূর্তি ও কোম্পানির সকল বিশ্বস্ত অংশীদারদের ধন্যবাদ জ্ঞাপনের জন্য এ ডিলার মিটের আয়োজন করা হয়।
এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা রকম আকর্ষণীয় ও বিনোদন মূলক অনুষ্ঠান এ ডিলার মিটের অন্তর্ভুক্ত ছিলো।