October 13, 2024, 2:51 pm
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট চিনিকলের অবসর প্রাপ্ত কর্মচারী বীরমুক্তিযোদ্ধা এম এ কাশেম ঢালীকে (৮২) আজ শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বাদ জুম্মা নামাজে জানাজা শেষে চিনিকল জামে মসজিদ চত্তরে পুলিশের একটি চৌকশ দল এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ ।
পরে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। পরে বুলুপাড়াস্থ নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় কাশেম ঢালীকে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বীরমুক্তিযোদ্ধা এম এ কাশেম ঢালী ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরে জেলার মুক্তিযোদ্ধাসহ সকল মহলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।