October 11, 2024, 9:15 am
প্রেস বিজ্ঞপ্তি: বৃহস্পতিবার রাতে শহরের টিএমএসএস মিলনায়তনে ২০২৪ সালে ক্যাডেট স্কুলে লিখিত পরীক্ষায় চান্সপ্রাপ্ত ১১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শাহীন ক্যাডেট শিক্ষা পরিবার বগুড়া শাখা। শাহীন শিক্ষা পরিবার বগুড়া শাখার নির্বাহী পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ১১৭ জন শিক্ষার্থীকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেয়া হয়। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ৭৭ জন ছেলে ও ৪০ জন মেয়ে রয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবার বগুড়া শাখার পরিচালক খন্দকার মোশারফ হোসেন, আনিসুর রহমান, প্রতিষ্ঠানের বগুড়া শাখার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সংবর্ধনা পাওয়া বেশ কয়েক জন শিক্ষার্থীরা জানান, অনেক দিনের স্বপ্ন তাদের আজ সত্যি হয়েছে। শাহীন শিক্ষা পরিবার স্যাররা সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে পাঠদান করেছেন। আমরাও কঠোর অনুশীলন করেছি। যারফলে আমাদের স্বপ্নের ক্যাডেট স্কুলে ভর্তি নিশ্চিত হয়েছে।
চান্সপাওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, সন্তানের সাথে তাদেরও স্বপ্নও সত্যি হয়েছে। এখন শুধু সময়ের ব্যাপার তাদের ভর্তি কার্যক্রম। শাহীন শিক্ষা পরিবারের অনন্য ভুমিকা পালন করেছে তাদের সন্তানদের জন্য।