October 13, 2024, 1:41 pm

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়া জেলা নির্বাচন অফিস পরিদর্শনে নির্বাচন কমিশন

যমুনা নিউজ বিডি: আগামী সপ্তাহে ধাপ অনুসারে উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বগুড়া জেলা নির্বাচন অফিস পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

এই সময় নির্বাচন কমিশন সচিব বলেন, চারধাপে এবারে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনধাপে কোন উপজেলার নির্বাচন কবে হবে তা আগামী রোববার বা সোমবারে নির্বাচন কমিশনের ওয়োবসাইটে জানিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশনের প্রত্যাশা উপজেলা পরিষদ নির্বাচন সকলের অংশগ্রহণে দ্বাদশ জাতীয় সংসদের চেয়ে প্রতিযোগীতামূলক হবে। আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় সমর্থনে প্রার্থী ও প্রতীক বরাদ্দ রাখবে না। তবে অন্য কোন দল চাইলে দলীয় সমর্থনে প্রার্থী ও প্রতীক ব্যবহার করতে পারে। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে উপজেলার ২৫০ জন ভোটারের সম্মতি প্রয়োজন হয়। ২০০৮ সালের এই বিধিকে ২০২৪ সালের যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে, আইনমন্ত্রণালয়ের সম্মতি পেলে পরবর্তন হতে পারে। এর মূল লক্ষ্য হলো, যেনো তেনো মানুষ ভোটে দাড়িয়ে নির্বাচনকে যোগ্য না করে, আরে বেশি জটিল না করে।

বগুড়া জেলা নির্বাচন অফিস পরিদর্শনের সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামসহ উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে সংসদ নির্বাচন স্থগিত করা হয়। আসনটিতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।

শুক্রবার ধামইরহাটে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসা দের সাথে মতবিনিময় করবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD