October 13, 2024, 1:41 pm
যমুনা নিউজ বিডি: আগামী সপ্তাহে ধাপ অনুসারে উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বগুড়া জেলা নির্বাচন অফিস পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
এই সময় নির্বাচন কমিশন সচিব বলেন, চারধাপে এবারে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনধাপে কোন উপজেলার নির্বাচন কবে হবে তা আগামী রোববার বা সোমবারে নির্বাচন কমিশনের ওয়োবসাইটে জানিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশনের প্রত্যাশা উপজেলা পরিষদ নির্বাচন সকলের অংশগ্রহণে দ্বাদশ জাতীয় সংসদের চেয়ে প্রতিযোগীতামূলক হবে। আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় সমর্থনে প্রার্থী ও প্রতীক বরাদ্দ রাখবে না। তবে অন্য কোন দল চাইলে দলীয় সমর্থনে প্রার্থী ও প্রতীক ব্যবহার করতে পারে। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে উপজেলার ২৫০ জন ভোটারের সম্মতি প্রয়োজন হয়। ২০০৮ সালের এই বিধিকে ২০২৪ সালের যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে, আইনমন্ত্রণালয়ের সম্মতি পেলে পরবর্তন হতে পারে। এর মূল লক্ষ্য হলো, যেনো তেনো মানুষ ভোটে দাড়িয়ে নির্বাচনকে যোগ্য না করে, আরে বেশি জটিল না করে।
বগুড়া জেলা নির্বাচন অফিস পরিদর্শনের সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামসহ উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে সংসদ নির্বাচন স্থগিত করা হয়। আসনটিতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।
শুক্রবার ধামইরহাটে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসা দের সাথে মতবিনিময় করবেন।