October 6, 2024, 12:45 am
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় আব্দুল মজিদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার (৭ ফেব্রুয়ারি) ধুনট থানা পুলিশ গ্রেফতারকৃত ওই আসামীকে আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত আসামী আব্দুল মজিদ কাজীপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের পাইকপাড়া এলাকার মতি মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের চৌকিবাড়ী গ্রামের পূর্বপাড়া এলাকার জনৈক এক ব্যক্তির মেয়ে কাজীপুর উপজেলার একটি মাদ্রাসার শ্রেণীর শিক্ষার্থী। গত ৬ ফ্রেব্রুয়ারি বিকেল ৪টার দিকে মেয়েটি মাদ্রাসা থেকে তার বাড়ি ফিরছিল। এ সময় চৌকিবাড়ী গ্রামের ফসলী মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় আব্দুল মজিদ মেয়েটিকে একা পেয়ে পাশের ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করতে থাকে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে মজিদ পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে।
এ বিষয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, মামলা দায়েরের পর পরই অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।