October 14, 2024, 4:57 am
আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া)।বৃহস্পতিবার বগুড়ার গাবতলী কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়েছে। অত্র হাইস্কুলের সভাপতি জান্নাতুল আলম রুমেন খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিনপাড়া ইউপির চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সমাজসেবক রিপু মিয়া ও প্রধান শিক্ষক মোছাঃ শাহিন আকতার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক ও কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামীম, ইউপি সদস্য মিলন মিয়া, জাহাঙ্গীর আলম, আবু হাসেম, ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশিদ হারুন, মহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, আব্দুল মোত্তালেব। সাবের্ক তত্ত¡াবধানে ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল বারী এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সোহরাব আলী খান ও ইমারুল ইসলাম। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।