October 6, 2024, 1:51 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

দ্বিতীয় দিনে ২ কোটি ৬১ লাখ টাকার ফরম বিক্রি আ.লীগের

যমুনা নিউজ বিডি: দ্বিতীয় দিনের মতো সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি ও জমা শেষ করেছে আওয়ামী লীগ। এদিন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫২২ জন। এসব ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

বুধবার (৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিফ্রিংয়ে এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, ঢাকা বিভাগ থেকে ১৬৭টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৭৮টি, খুলনা বিভাগ থেকে ৬৮টি, রংপুর বিভাগ থেকে ৬০টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭টি, রাজশাহী বিভাগ থেকে ৪৪টি, বরিশাল বিভাগ থেকে ৩৬টি এবং সিলেট বিভাগ থেকে ২২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর আগে প্রথম দিন মোট ৮১০টি ফরম বিক্রি করেছিল ক্ষমতাসীন দলটি।

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে আওয়ামী লীগের ফরম বিক্রি ও জমা। নির্ধারিত ৫০ হাজার টাকার বিনিময়ে যে কেউ (নারী) এনআইডির ফটোকপি নিয়ে ফরম সংগ্রহ করতে পারবেন।

বর্তমান সংসদে সংরক্ষিত আসনের ৫০টির মধ্যে আওয়ামী লীগের হলো ৪৮টি। বাকি দুটি হলো বিরোধী দলের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD