October 6, 2024, 1:45 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়ার শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

শেরপুর প্রতিনিধি বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামে শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগাররের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার সময় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন জিহাদী। হেলাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সীমাবাড়ী ইউ, পি চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন, সীমাবাড়ী ইউ, পি আ. লীগের সহ-সভাপতি শামীম কামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাছিম, কবি সৈয়দ বুলান্দ আখতার, প্রভাষক আব্দুল কাইয়ুম, প্রভাষক হাসান উল বান্না, শিক্ষক শাহ-জামাল, শিক্ষক ফরিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক/শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীকে পাঠাগার থেকে বেশ কয়টি বই উপহার দেওয়া হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষার্থীদের বই উপহার প্রদান করা হয়। পূর্ব ঘোষণা মোতাবেক বাৎসরিক বই পাঠ পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাঠকদের পরিবেশ/প্রকৃতি বিষয়ক বই পুরস্কার দেন পাঠাগারের উপদেষ্টা ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবন। পাঠকদের প্রেরণা জোগাতে এ পুরস্কার চলমান রাখবেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হেলাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD