October 6, 2024, 1:09 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

মহাকাশে সর্বোচ্চ সময় থাকার বিশ্বরেকর্ড রুশ নভোচারীর

যমুনা নিউজ বিডি: মহাকাশে সর্বোচ্চ সময় থাকার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন রুশ নভোচারী ওলেগ কোনোনেনকো। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকোসমোস জানিয়েছে, মহাকাশে ওলেগ কোনোনেনকো সবমিলিয়ে ৮৭৮ দিন অবস্থান করেছেন। এর মাধ্যমে তিনি পূর্বের বিশ্বরেকর্ডটি ভেঙে ফেলেছেন।

আগের বিশ্বরেকর্ডটি ছিল গেনাডি পাদালকা নামের অপর এক রুশ নভোচারীর দখলে। রোববার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে গেনাডির রেকর্ডটি ভাঙেন কোনোনেনকো।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা আরও জানিয়েছে, আগামী জুনে মহাকাশে এক হাজার দিন থাকার বিরল রেকর্ড গড়বেন কোনোনেনকো। আর সেপ্টেম্বরে এটি ১ হাজার ১১০ দিন ছাড়িয়ে যাবে।

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা (আইএসএস) থেকে রুশ বার্তাসংস্থা তাস নিউজকে এই নভোচারী বলেছেন, ‘আমি মহাকাশে যাই আমার প্রিয় জিনিসগুলো করতে, রেকর্ড গড়ার জন্য নয়। আমি আমার সব অর্জনের জন্য গর্বিত। তবে আমি আরও বেশি গর্বিত কারণ মহাকাশে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ডটি একজন রাশিয়ান নভোচারীর দখলে রয়েছে।’

পৃথিবী থেকে ৪২৩ কিলোমিটার দূরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি অবস্থিত। রুশ নভোচারী কোনোনেনকো জানিয়েছেন, মহাকাশে যখন তিনি থাকেন তখন নিজেকে একা লাগে না। কিন্তু যখন পৃথিবীতে ফেরেন তখন নিজ সন্তানদের জন্য খারাপ লাগে। কারণ তাকে ছাড়াই তারা বড় হচ্ছে। আর মহকাশে যে সময়টি তিনি কাটাচ্ছেন; সেই সময় আর কখনো ফিরে আসবে না, এটি ভেবে মন খারাপ হয় তার।

এছাড়া তিনি জানিয়েছেন, মহকাশের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো ওজনহীনতা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত সেখানে বিভিন্ন ব্যয়াম করে থাকেন।

ওলেগ কোনোনেনকো টানা ৮৭৮ দিন মহাকাশে অবস্থান করেননি। তিনি মহাকাশে গেছেন; আবার পৃথিবীতে ফিরে এসেছেন। এরপর আবার গেছেন।

সূত্র: তাস নিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD