October 6, 2024, 2:07 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় বিএসসি নার্সিং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিন নার্সিং শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া নার্সিং কলেজের তিন কর্মকর্তাকে প্রশাসনিক কারণে নির্দেশক্রমে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তরা কর্মকর্তারা হলেন বগুড়া নার্সিং কলেজের প্রভাষক মুসতা-নূর-সুলতানা, প্রভাষক গুলনাহার খাতুন ও সহযোগী অধ্যাপক আব্দুল বারী সরকার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ আদেশ জারির প্রেক্ষিতে তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।