October 6, 2024, 2:07 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়ায় প্রশ্ন ফাঁসের অভিযোগে তিন শিক্ষককে বরখাস্ত

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় বিএসসি নার্সিং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিন নার্সিং শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া নার্সিং কলেজের তিন কর্মকর্তাকে প্রশাসনিক কারণে নির্দেশক্রমে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তরা কর্মকর্তারা হলেন বগুড়া নার্সিং কলেজের প্রভাষক মুসতা-নূর-সুলতানা, প্রভাষক গুলনাহার খাতুন ও সহযোগী অধ্যাপক আব্দুল বারী সরকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ আদেশ জারির প্রেক্ষিতে তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD