September 30, 2023, 1:23 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় মৃত ছেলে নবজাতকের ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ। অবৈধ গর্ভপাতের পর কোনো এক এলাকা থেকে নদীতে এই মানব ভ্রুণ ফেলে দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে করতোয়া নদীর বগুড়া সদরের মাটিডালি লোহার ব্রিজ এলাকায় মানব ভ্রুণ ভাসতে দেখেন পথচারীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে মাটিডালি ব্রিজের নিচ থেকে মৃত অবস্থায় নবজাতকের ভ্রুণ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
এ তথ্য নিশ্চিত করে বগুড়া ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা জানান।
পুলিশ কর্মকর্তা সুজন মিঞা জানান, নবজাতকের ওই ভ্রুণের বয়স হবে আনুমানিক পাঁচ মাস। অবৈধ গর্ভপাতের পর তাকে নদীতে ফেলা হয়। ভাসতে ভাসতে মাটিডালি লোাহার ব্রিজে চলে আসে মানব ভ্রুণ। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের মৃত ভ্রুণ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।