October 11, 2024, 9:36 am
স্টাফ রিপোর্টার: বগুড়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলা। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের খোকন পার্ক চত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
মেলার উদ্বোধন উপলক্ষে মেলা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আকতার, বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) এর সভাপতি টি জামান নিকেতা, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিল্টন।
স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কোন কিছু উৎপাদন করা। উৎপাদনের চেয়েও কঠিন সেটা বাজারজাত করা।
আরও কঠিন বাজারে সেটি বিক্রি করে মুনাফা লাভ করা। যারা এই শিল্পের সাথে জড়িত, তারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন।
বিসিক ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ ও তাদের পণ্য বিক্রির জন্য এ রকম মেলার উদ্যোগ করে সহযোগিতা করছে। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী এইচ আলিম।
এবারের বগুড়ায় বিসিক মেলায় ৫০টি স্টল রয়েছে। এরমধ্যে ৩০টিরও বেশি নারী উদ্যোক্তার স্টল রয়েছে। বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তারা বাঁশ, বেত, কাঠ, পাটের তৈরি বিভিন্ন শো-পিস, নিত্য ব্যবহার্য তৈজসপত্র, অলংকারসহ বুটিকস, আচার, হোমমেড খাবারের পসরা সাজিয়ে বসিয়েছেন তাদের স্টলে।