October 14, 2024, 4:15 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়ায় স্কুল ভবন নির্মানে পুরাতন রড ব্যবহার

ষ্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধিনে দ্বিতল ভবন নির্মান কাজে পুরাতন মরিচাধরা রড ব্যবহারের অভিযোগ উঠেছে।

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় প্রায় ৮০লক্ষ টাকা ব্যায়ে সাবরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন নির্মান কাজ চলছে । শাজাহানপুর উপজেলা প্রকৌশল বিভাগের তত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান রাকিব কনষ্ট্রাকশন এই কাজ করছে। নির্মান কাজে পুরাতন ও মরিচাধরা রড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। প্রতিটি বেজ ঢালাই কলামে  সেই পুরাতন মরিচা ধরা রড দিয়ে নির্মাণ করা হচ্ছে।

এ অবস্থায়, পুরাতন রডগুলো রেখেই ঢালাই সহ নির্মাণ কাজ করায় এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে । পুরনো রড দিয়ে তৈরী ভবন নির্মানে ক্ষয়ক্ষতির আশঙ্কা অমূলক নয়।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা প্রকৌশলী ফারুক কে বিষটি অবগত করলেও তিনি কোন ব্যবস্থা গ্রহন করেন নি বরং ঠিকাদার তাড়াতাড়ি কলাম ঢালাই কাজ করতে থাকেন। বিষয়টি বগুড়ার এলজিইডি নির্বাহী প্রকৌশলীর গোচরে নিয়ে আসলে তিনি জানান, উপজেলা প্রকৌশলীকে বিধি মোতবেক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হযেছে।  কিন্ত গত কয়েকেদিনে ঠিকাদার তড়িঘড়ি করে ঢালাইকাজ অব্যহত রাখেন ফলে এ বিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলামকে জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশদেন বিষটি দেখার জন্য ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমাদের  নজরেও পড়েছে সরেজমিন গিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে মরিচা ধরা রড গুলো কেটে ফেলা হয়।  এবং নতুন রড লাগানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD