October 11, 2024, 12:07 pm

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়ায় বিএনপির কালো পতাকা মিছিল ও সামাবেশ

মমিন রশীদ শাইন বগুড়া: বগুড়ায় জেলা বিএনপির কালো পতাকা মিছিল। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ায় কালো পতাকা মিছিল করেছে বগুড়া জেলা বিএনপি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে বগুড়া জেলা বিএনপি শহরের কালো পতাকা মিছিল বের করে। মিছিল শেষে নবাববাড়ী¯’ বিএনপির দলীয় কার্যালয়ে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল ও অব্যব¯’াপনায় বর্তমানে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক মহাসঙ্কট চলছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রহসনের ডামি নির্বাচন করে সরকার জনগণের বিরুদ্ধে অব¯’ান নিয়েছে। সরকারের এই ডামি প্রার্থী ও ডামি ভোটারের তামাশার নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি পা”েছ না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং গ্যাস ও বিদ্যুতের চরম সঙ্কটে দেশের মানুষ মহা-বিপাকে পড়েছে। এ পরি¯ি’তিতে আজ বিকেলে প্রহসন ও কলঙ্কিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নিয়ে সংসদ অধিবেশন বসবে। আমরা এই অবৈধ সংসদকে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে প্রহসনের এই ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানা”িছ। কালো পতাকা মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ভিপি সাইফুল ইসলাম। উপ¯ি’ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, এ্যাড. আব্দুল বাছেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নাজমুল হুদা পপন, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জামান মনির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. জহুরুল ইসলাম, কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, তৈহিদুল ইসলাম বিটু, বগুড়া জেলা যুবদলের ভারপ্রাপ্ত যুগ্ন আহবায়ক আতাউর রহমান শম্ভু, জেলাস শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি এ্যাড. আজগর আলী, সাধারণ সম্পাদক এ্যাড. মোজাম্মেল হক, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযগী সংংগঠনের নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD