October 14, 2024, 5:08 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় নন্দন শিল্পী গোষ্ঠীর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের চকলোকমান উল্কা সাংস্কৃতিক সংঘ খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  নন্দন শিল্পী গোষ্ঠীর সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি বিশিষ্ট নাট্যজন তৌফিক হাসান ময়না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৩১ বছর ধরে সংগঠনটি সুনামের সাথে নাকটসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছে। বিভিন্ন সময়ে স্বাধীনতার ইতিহাসসহ সমাজে ঘটে যাওয়া বাস্তব চিত্র তুলে ধরেছে এই সংগঠনটি। সমাজ জীবনে নাটক অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আসুন আমরা সবাই বেশি বেশি করে নাটক দেখি সমাজ এবং রাষ্ট্রকে ভালো রাখি। সংগঠনের সাধারণ সম্পাদক রনজু ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, যমুনা নিউজ বিডি ডট কম এর সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি মমিনুর রশীদ শাইন,বিশিষ্ট নাট্য শিল্পী নান্দনিক নাট্য দল এর সভাপতি খলিল চৌধূরী, নন্দন শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা মো. সোহরাব হোসেন খান|

সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম এর উপস্থাপনায় অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন নন্দন শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা ডাঃ আব্দুল মোমিন রতন। এসময় উপস্থিত ছিলেন নন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা খলিলুর রহমান চৌধুরী, আবেদ আলী, আজিজার রহমান দুলাল, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আমিনুল হক আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, কার্যনির্বাহী সদস্য সিদ্দিক হোসেন, আব্দুস সালাম, হাসান আলী, নুরুল ইসলাম নুরুসহ প্রমুখ। আলোচনা সভা শেষে নাটক অনুসন্ধান মঞ্চায়ন করা হয়। এর আগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD