October 16, 2024, 7:57 am

বগুড়ার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার

ষ্টাফ রিপোর্টার: বগুড়ার শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বগুড়া কৃষিবিদ ফোরাম। সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ লাইন্সে ২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম।

শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পদ্মা অয়েল কো. লি. বগুড়ার বিভাগীয় ব্যবস্থাপক শামসুল কবির, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডা. সরোয়ার হোসেন, বিএডিসি বগুড়া অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) কাজেম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দৃর রশিদ, বগুড়া কৃষিবিদ ফোরামরের সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মীর আব্দুর রাজ্জাক, কৃষিবিদ মহসিন আলম, জাকির হোসেন, কৃষিবিদ শামীমা পারভিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD