October 14, 2024, 5:52 am
যমুনা নিউজ বিডি: ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তারা দেশটির সামরিক বাহিনী দ্বারা অস্ত্র কেনার একটি দুর্নীতির তথ্য পেয়েছে, যা মোট চার কোটি ডলারের সমতুল্য। দুই বছর ধরে ইউক্রেন যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত তখন দেশটির সেনাবাহিনীর এই দুর্নীতির তথ্য প্রকাশ পেলো।
এসবিইউ জানিয়েছে, তদন্তে দেখা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অস্ত্র সরবরাহকারী লভিভ আর্সেনালের পরিচালকরা গোলাবারুদ শেল কেনার সময় প্রায় ১৫০ কোটি রিভনিয়া চুরি করেছিল। তদন্ত অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তা এবং অধিভুক্ত কোম্পানির প্রধানরা আত্মসাতের সাথে জড়িত।’ এতে বলা হয়, সামরিক বাহিনীর জন্য এক লাখ মর্টার শেল কেনার সময় এই দুর্নীতি করা হয়েছিল।
এসবিইউ জানিয়েছে, মর্টার শেলগুলো জন্য একটি চুক্তি ২০২২ সালের আগস্টে লভিভ আর্সেনালের সাথে করা হয়েছিল এবং কিছু তহবিল বিদেশে স্থানান্তর করে অগ্রিম অর্থ প্রদান করা হয়েছিল। কিন্তু কোনো অস্ত্র কখনোই দেওয়া হয়নি।