October 11, 2024, 8:17 am
যমুনা নিউজ বিডি: চলতি বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় আট জেলার ২৬৬ কেন্দ্রে ২৬৮৪ টি প্রতিষ্ঠানের ২ লাখ ২৪৫ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় সকল বিষয়ে পূর্ণ নম্বরে তিন ঘন্টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
সংল্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উত্তরাঞ্চলের আট জেলার ২৬৮৪ টি প্রতিষ্ঠানে ২ লাখ ২শ’ ৪৫ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৭৭ হাজার ৮১০ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২২ হাজার ২শ’ ৩১জন এবং বিভাগ উন্নয়ন পরীক্ষার্থী ২০৪ জন।
এবার বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ৯৫ হাজার ৬৪৮ জন এর মধ্যে ছাত্র ৫১ হাজার ১৫০ জন, ছাত্রী ৪৪ হাজার ৪৯৮ জন, মানবিক বিভাগে ৯৮ হাজার ২১৪ জন এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৪৯২ জন, ছাত্রী ৫০ হাজার ৭২২ জন। ব্যবসা শিক্ষা শাখায় ৬ হাজার ৩৮৩ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৪১৬ জন এবং ছাত্রী ১ হাজার ৯৬৭ জন।
জেলা ওয়ারি পরীক্ষার্থীর সংখ্যা, বগুড়া জেলার ৪১ কেন্দ্রে ৪৩৭ প্রতিষ্ঠানের ৩৫ হাজার ১৬৬ জন। জয়পুরহাট জেলার ১৭ কেন্দ্রে ১৪০ প্রতিষ্ঠানে ৯ হাজার ৮৯৬ জন। সিরাজগঞ্জ জেলার ৪৫ কেন্দ্রে ৩৪৮ প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৫৬ জন। পাবনা জেলার ৩১ কেন্দ্রে ২৯৮ প্রতিষ্ঠানে ৩০ হাজার ২৪৫ জন।
নওগাঁ জেলার ৩৮ কেন্দ্রে ৪২৩ প্রতিষ্ঠানে ২৪ হাজার ৪০৫ জন নাটোর জেলার ২৭ কেন্দ্রে ২৯৩ প্রতিষ্ঠানে ১৭ হাজার ২৩৩ জন। চাপাইনবাবগঞ্জ জেলার ১৫ কেন্দ্রে ২৩৮ প্রতিষ্ঠানে ১৬ হাজার ৪৬ জন।
রাজশাহী জেলার ৫২ কেন্দ্রে ৫০৭ প্রতিষ্ঠানে ৩১ হাজার ১৯৮ জন। এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক বলেন, ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার সকল বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনী (MCQ) পরে সৃজনশীল (রচনামূলক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুটি পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুর রহমান বলেন, আসন্ন এসএসসি পরীক্ষায় শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বোর্ডের টিমের পাশাপাশি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ভিজিলেন্স টিম থাকবে। তবে পরীক্ষার্থীদেরকে সকল ভয় ভীতির ঊর্ধ্বে থেকে পরীক্ষায় অংশ নিতে হবে।
নোট গাইড পরিহার করে মূল পাঠ্যপূস্তক ভালোভাবে পড়তে হবে। তাহলেই ভালো ফলাফল করা সম্ভব হবে। পরীক্ষার্থীকে শুধুমাত্র প্রবেশপত্র ও রেজি: কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে।