নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেছেন।
সোমবার দুপুরে নন্দীগ্রাম রানা’র চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র আনিছুর রহমানের সঞ্চলানয় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, মহসিন আলী, স্বপন চন্দ্র, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম, সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম, সাধারণ সম্পাদক শাবান আলী, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান, সহ-সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম, আব্দুল মান্নান, মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল প্রমূখ।