October 13, 2024, 1:04 pm
পাবনা প্রতিনিধি: পাবনায় একটি বিদেশি ওয়ান শুটার গান ও এক রাউন্ড কার্তুজসহ কোরবান শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার কোরবান রাজবাড়ী জেলার কাকিলাদাইর গ্রামের দিরাজ শেখের ছেলে।
শনিবার রাতে তাকে পাবনা সদর উপজেলার জালালপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব পাবনা ক্যাম্প জানায়, পাবনা সদর উপজেলার জালালপুর এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছেন ওই ব্যক্তি। এমন তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মো. এহ্তেশামুল হক খান সেখানে অভিযান চালায়। পরে জালালপুর বাজারে নূর হোটেলের সামনে থেকে কোরবান শেখকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা করা হয়।
এ সময় তার কাছ থেকে বিদেশি ওয়ান শুটার গান, এক রাউন্ড কার্তুজ, মোবাইল ফোন ও নগদ ৪২০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা রয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, রবিবার বিকেলের দিকে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।