October 16, 2024, 7:31 am

টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

যমুনা নিউজ বিডি: ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তাতে করে প্রথম ইনিংসে লিড পেলেও অস্ট্রেলিয়ারকে ২১৬ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ৬০ রানে তৃতীয় দিন শেষ করে। চতুর্থ দিনে ব্রিসবেনে রোমাঞ্চকর টেস্টে ক্যারিবীয় তারকা সামার জোসেফের বোলিং তোপে ২০৭ রানে গুটিয়ে যায় অজিরা। এতে ৮ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ করেছে ১-১ ড্র। ফলে খানের কিনারে ডুবতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের জন্য নিশ্চিতভাবেই এসেছে স্মরণীয় দিন।

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে তিন দিনের মধ্যে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেনে দিবারাত্রির ম্যাচটিতেও সহজেই হেরে যাবে বলে মনে করেছিলেন অনেকেই। প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। কিন্তু কেমার রোচ আর আলজারি জোসেফের অসাধারণ বোলিংয়ের পর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৯ রান তুলে।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় মাত্র ১৯৩ রানে, অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২১৬। ২ উইকেটে ৬০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করা অস্ট্রেলিয়া জয়ের পথেই ছিল। কিন্তু আজ চতুর্থ দিনে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে জোসেফ পাশার দান পাল্টে দেন।

আর এতে ১৯৯৭ সালেরর পর জোসেফের বোলিংয়ের অনন্য প্রদর্শনীতে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট ম্যাচে জয় পেলো ক্যারিবীয়রা। আগের দিন ব্যাটিংয়ের সময় ডান পায়ের আঙুলে চোট যাঁর বোলিং করাই অনিশ্চিত ছিল, সেই শামার জোসেফ ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট। অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি তুলে নিয়ে টেস্ট ম্যাচ শেষও করে দিয়েছেন তিনি। এতে ৮ রানের জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের ১-১ ড্র করল ওয়েস্ট ইন্ডিজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD