October 6, 2024, 2:08 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। এতে অল্পের জন্য রক্ষা পায় বাসের ৩০ জন যাত্রী।

রোববার (২৮ জানুয়ারি) সকালে ভুল্লি কচুবাড়ি এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন— নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন (৩০), টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজ কান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব (২৫), একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু (৫০) ও নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল (৩০)।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সারোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পঞ্চগড়গামী একটি ট্রাক ও পঞ্চগড় থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছেন এবং প্রায় ৩০ জন যাত্রী অল্পের জন্য রক্ষা পান। দুর্ঘটনায় ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD