October 6, 2024, 2:08 am
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। এতে অল্পের জন্য রক্ষা পায় বাসের ৩০ জন যাত্রী।
রোববার (২৮ জানুয়ারি) সকালে ভুল্লি কচুবাড়ি এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন— নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন (৩০), টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজ কান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব (২৫), একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু (৫০) ও নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল (৩০)।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সারোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পঞ্চগড়গামী একটি ট্রাক ও পঞ্চগড় থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছেন এবং প্রায় ৩০ জন যাত্রী অল্পের জন্য রক্ষা পান। দুর্ঘটনায় ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।