October 16, 2024, 7:01 am

বাংলাদেশের পাশে থাকবে ভারত : প্রণয় ভার্মা

যমুনা নিউজ বিডি: কানেকটিভিটি উন্নয়নে ভারত বরাবরের মতোই বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

আজ রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তার জবাবে প্রণয় ভার্মা বলে, ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। নতুন কোনো প্রকল্প নেওয়া হলে সে ব্যাপারে কেমন প্রস্তুতি নেওয়া হবে, সে বিষয়েও বিশদ আলোচনা হয়েছে মন্ত্রীর সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD