October 11, 2024, 6:38 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এর ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী স্মারকগ্রন্থ প্রকাশনা বার্ষিকী কলেজ অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদ রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর কামাল হোসেন খন্দকার, আর্মস পুলিশ ব্যাটালিয়ানের সিইও আব্দুর রাজ্জাক, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারী, বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রফেসর ড, হোসনে আরা বেগম, মুজিবুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নাসিমা আকতার, প্রফেসর হাবিবা বেগম, সাবেক অধ্যাপক প্রফেসর নাসিমা আকতার জাহান,
আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম সালামত উল্লাহ, মহিলা কলেজের উপ অধ্যক্ষ প্রফেসর ড, মোঃ বেল্লাল হোসেন, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, কলেজ চাত্রলীগ সভাপতি শামীমা আক্তার শাহ সুমি । স্বাগত বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদ প্রফেসর গোলজার হোসেন।
সামগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড, মীর ত্বাইফ মামুন মজিদ। অতিথিবৃন্দ কলেজের ৬০ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এরপর কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী শিক্ষকতা ও সমাজসেবায় রওশন আরা বেগম রানী ও সাহিত্যে বিশেষ অবদান রাখায় কানাডা প্রবাসি হোসনে আরা জেমিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্তবৃন্দ বক্তব্যে মধ্যে দিয়ে তাদের অনুভূতি উপস্থাপন করেছেন। পরে কলেজ প্রতিষ্ঠাতা মতিয়ার রহমান ভান্ডারী ও হাসনা জাহান শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।