October 16, 2024, 8:00 am
প্রেস বিজ্ঞপ্তি: বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসকদের বিদায় ও ১ম বর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. মোস্তফা আলম নাননু এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আরও আন্তরিক অংশগ্রহনের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা সেবা এগিয়ে নেওয়ার আহবান জানান । পাশাপাশি তিনি তাঁর সংসদীয় এলাকার উন্নয়নে সকলের সহযোগিতার আহবান জানান।
শনিবার (২৭ জানুয়ারি’২০২৪) সকাল সাড়ে ১০টায় বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক আয়োজিত, ইন্টার্নি চিকিৎসকদের বিদায় ও ১ম বর্ষের শিক্ষার্থীগণের বরণ কলেজ গ্যালারীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এস. এম. মিল্লাত হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া -৭ (গাবতলী – শাজাহানপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা অধ্যাপক ডা. মো. মোস্তফা আলম নাননু।
বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ডা. মুন্জুরুল আলম লিটন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৈনিক করতোয়া পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা.শফিক আমিন ( কাজল), বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আব্দুস সামাদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. দেলওয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আয়ুব হোসেন।
আরও বক্তব্য রাখেন স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ন কবীর, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক প্রতিনিধি ডা. আবুল মুনসুর, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. মোহাম্মদ আতিকুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ডা. শাহ গাজী, ডা. আব্দুল মতিন, ডা. এ. এস. এম সাহাবুদ্দীন আহমেদ সুলতানা, ডা. মানছুরা খাতুন, ডা. ফাহমিদা আক্তার ফেন্সি, ডা. শফিকুল ইসলাম মানিক,ড ডা. এহতেশাম আলী আহমেদ, ডা. ফিরোজ মাহমুদ, ডা. গোলাম মোস্তফা, ইন্টার্নি চিকিৎসক ডা. নরোত্তম সরকার, ডা. শরিফুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, শিক্ষার্থীগণের মধ্যে রাফিউল ইসলাম অর্চনা দেব প্রমুখ।