October 11, 2024, 9:33 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়ায় বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির আনন্দ শোভাযাত্রা

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় ৬টি জেলা (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জ) নিয়ে বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। সংগঠনের অভিষেক উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমিতির সভাপতি ডা. আব্দুছ সোবহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি বগুড়ার প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম।
সমিতির সাধারণ সম্পাদক ডা. সলিমুল্লাহ্ আকন্দের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাওছার সিকদার, এনডিসি পশাশ চন্দ্র সরকার, বাংলাদেশ ব্যাংক বগুড়ার পরিচালক সরদার আল এমরান, সোনালী ব্যাংক লি. বগুড়ার ডিজিএম এনামুল হক, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুস ছামাদ, গণ সভাপতি (ময়মনসিংহ) প্রকৌশলী সঞ্জয় সরকার, সহ-সভাপতি (শেরপুর) ডা. বিপ্লব চন্দ্র অধিকারী, সহ-সভাপতি (জামালপুর) আলতাফুর রহমান, সহ-সভাপতি (টাঙ্গাইল) আবুল কালাম আজাদ প্রমুখ। এরপর সন্ধ্যায় আলোচনা সভা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD