নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে গত ২৫শে জানুয়ারী বিকাল সাড়ে ৩টায় নন্দীগ্রাম কেজি একাডেমি চত্বরে নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কলেজপাড়া আদর্শ ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মনিরুজ্জানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম মোস্তফা, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আব্দুর রহিম, সহকারী অধ্যাপক মাহবুব কাদির মিলু। আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপদেষ্টা জালাল উদ্দিন, ফজলুর রহমান, আব্দুল আজিজ, সদস্য মাওলানা হেলাল উদ্দিন, মাদুদ পারভেজ রানা, আব্দুল মোমিন, আব্দুর রহিম, সাইদুর রহমান, আল মামুন, সেকেন্দার আলী, মহসিন আলী প্রমুখ।