October 6, 2024, 12:14 am
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ করেছে ভুক্তভোগী সিএনজি অটোরিকশা চালকরা। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদারের নেতৃত্বে সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি সেলিম রেজা সেন্টু ও রঞ্জু মন্ডলকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করে। কমিটি প্রতিদিন ২০৫টি সিএনজি অটোরিকশা চালকদের কাছ থেকে ২০ টাকা করে চাঁদা আদায়ের কথা থাকলেও তারা সেখান থেকে ৪০ টাকা করে চাঁদা আদায় করে। এরমধ্যে ১০ টাকা সিংড়া পৌরসভা গ্রহণ করে এবং ৩০ টাকা শ্রমিক সমিতি নেয়। এই নিয়ে চালক এবং সমিতির নেতাদের মধ্যে বাকবিতন্ডার জেরে ৫-৬ জন চালক চাঁদা না দেয়ায় সিএনজি স্ট্যান্ড থেকে তাদের বের করে দেয়।
পরে অপর পক্ষের যুবলীগ নেতা ও সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক লাবুর নেতৃত্বে বিক্ষুব্ধ সিএনজি চালক এবং স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি মালিক সমিতির অফিসের উপরে রক্ষিত ব্যানার টেনে ছিঁড়ে নামিয়ে ফেলে। এতে আতঙ্কিত শ্রমিকরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ সিংড়া বাস স্ট্যান্ড এবং সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে স্বাভাবিকভাবেই চলছে গাড়ি।