October 13, 2024, 1:30 pm
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রচন্ড শীতকে উপেক্ষা করে চলতি ইরি-বোরো মৌসুমে ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার নয়টি ইউনিয়নে ২০ হাজার ৪শ’ ৩৪ হেক্টর আবাদি জমিতে ধানের চারা লাগানো হবে।
এদিকে একাজের জন্য প্রতিদিন নারী শ্রমিক মজুরী পাচ্ছেন সাড়ে ৩শ’ আরপুরুষ শ্রমিক মজুরী পাচ্ছেন ৫শ’ টাকা। উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামের আদিবাসী নারী ও পুরুষ শ্রমিকেরা জানান এ বছরের শীত বেশি হওয়ায় চারা রোপণ কাজে আমাদের একটু সমস্যা হচ্ছে তারপরও আমরা চারা রোপণ কাজে করে যাচ্ছি।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রউফ জানান প্রচন্ড শীতের কারণে জমিতে চারা লাগানোর কাজ কিছুটা বিলম্ব হলেও আমাদের টার্গেট পূরণ হবে। তবে যদি দুইদিন পরপর রোদ বের হয় তাহলে বীজতলা ও ধানের কোন ক্ষতি হবে না। তারপরও আমরা প্রতিনিয়ত কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছি।