October 13, 2024, 1:16 pm
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রিড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।
আরাফাত রহমান কোকো ষ্মৃতি পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে বুধবার বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসলাম স্বাধীন, এ্যাডঃ সাইফুল ইসলাম, এ্যাড হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, এ্যাড নাজমুল হুদা পপন, শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার, ডা. ইউনুছ আলী, এ্যাড. আতাউর রহমান খান মুক্তা, এ্যাড. আজগর, সাজাদুজ্জামান সিরাজ জয়, পৌর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, প্রমুখ। আরাফাত রহমান কোকো ষ্মৃতি পরিষদ যুক্তরাজ্য শাখার পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, শামীম রেজা শামীন, রাকিবুল ইসলাম শুভ, আল আমিন সরকার, উজ্জল হোসেন প্রমুখ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে খাবার বিতরন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল্লাহ।