October 11, 2024, 10:51 am
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন পারভিন (৪৭) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় পুঠিয়া পৌরসভার বারইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আইরিন একই এলাকার ফজেলের স্ত্রী।
এ ছাড়াও পুঠিয়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনি।
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল আইরিন পারভিনকে নিজ বাড়ি থেকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।