October 14, 2024, 5:49 am
যমুনা নিউজ বিডি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবাষিকী আজ। ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয়ভাবে (বিএনপি) তার রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, দোয়া, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া এবং কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সকাল ১১টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিকেল সাড়ে ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।