October 16, 2024, 8:46 am

নওগাঁর পুলিশ সুপারসহ ৩ কর্মকর্তা রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ

নওগাঁ প্রতিনিধি: রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ ৩ পুলিশ কর্মকর্তা। গতকাল সোমবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় পদ্মা কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা প্রদান করা হয়।

সভায় ডিসেম্বর মাসে রাজশাহী রেঞ্জের ৮টি জেলার মধ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে জেলার পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. আব্দুল মমীন ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন পত্নীতলা থানার ওসি মোজাফ্ফর হোসেন।

পরে সভার সভাপতি রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD