October 4, 2024, 5:48 am

বগুড়ায় র‍্যাবের অভিযানে নাশকতার মামলার আসামি আটক

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় র‍্যাবের অভিযানে নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুর আড়াই টার দিকে সদরের কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই আসামির নাম সাজু ইসলাম (৩৫)। তিনি শাজাহানপুর উপজেলার ফুলদিঘীর আবুল হোসেনের ছেলে।

র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের ১৫ নভেম্বর অবরোধ চলাকালে শাজাহানপুরের বনানী বাইপাসে দলবদ্ধ হয়ে নাশকতা করার অভিযোগে মামলা হয় সাজু নামে ওই ব্যক্তির বিরুদ্ধে।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাশকতা মামলার আসামি সাজু গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি সাজু বগুড়া সদরের কলোনী এলাকায় অবস্থান করছে। তখন সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার ওই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD