October 11, 2024, 8:47 am
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নবাবগঞ্জ সরকারি কলেজে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বেলুন উঠিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক দুরুল হোদা, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজ কতৃপক্ষ জানিয়েছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলবে আগামী চারদিন। এতে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে।