October 14, 2024, 4:32 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলাকারিদের গ্রেফতারের দাবীতে বগুড়ায় মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য সেবাদানকারীদের উপর দুর্বৃত্তদের নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এম্বুলেন্সসহ সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে বগুড়ায় চিকিৎসকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচি থেকে দেশের সকল চিকিৎসকের নিরাপত্তা বৃদ্ধি এবং হামলাকারিদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার দাবী করা হয়।
সোমবার দুপুরে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোরাম বগুড়ার সভাপতি ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোরাম বগুড়ার সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ সাযিদ হাসান, রাজশাহী বিভাগীয় ফোরামের সাংগঠনিক সম্পাদক ডাঃ আশরাফুল ইসলাম, সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্য কর্মীরা এতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চারজন মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে দুর্বৃত্তরা ভয়ানকভাবে হামলা চালায়। এ সময় তারা চিকিৎসক-সেবাদানকারীদের উপর হামলার পাশাপাশি সরকারি সম্পদ ক্ষতিগ্রস্থ করেছে। এতে চিকিৎসক সমাজ আজ আতঙ্কিত। চিকিৎসকদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি হামলাকারিদের দ্রুত গ্রেফতার দাবী করা হয়। এছাড়া চিকিৎসকদের কর্মস্থলকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD