October 11, 2024, 7:50 am
যমুনা নিউজ বিডি: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং অঞ্চলের একটি গ্রামে তুষারধসের কারণে প্রায় ১ হাজার পর্যটক কয়েকদিন ধরে আটকা আছেন। জিনজিয়াংয়ের আলতাই প্রিফেকচারে অবস্থিত হেমু নামক গ্রামের কিছু এলাকায় টানা ১০ দিন ধরে অনবরত তুষারপাত হচ্ছে বলে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
প্রতিবেদনে বলা হয়, জিনজিয়াং অঞ্চলের একটি প্রত্যন্ত পর্যটন গ্রামে টানা তুষারপাতের পর তুষারধসে মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ার প্রায় এক হাজার পর্যটক কয়েকদিন ধরে আটকা পড়ে আছেন। কয়েক মিটার উঁচু তুষার ও অশান্ত আবহাওয়ার কারণে পর্যটকদের সরিয়ে আনার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাজাখস্তান, রাশিয়া ও মঙ্গোলিয়ার সীমান্তবর্তী মনোরম পর্যটন গন্তব্য হেমু গ্রামে পর্যটকরা আটকা পড়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কয়েক দিন ধরে এখানেই আটকা পড়ে রয়েছেন তারা।
রোববার চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছিল, কিছু পর্যটককে হেলিকপ্টারযোগে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় এ প্রক্রিয়ায়ও বিঘ্ন ঘটছে।
জানা যায়, ভারি তুষারপাতের কারণে আলতাই পর্বতের ভেতর দিয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য কানাসের দিকে যাওয়া মহাসড়কগুলোতে বহু তুষারধস হয়েছে।